রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদতা : কাপ্তাই বখাটের উৎপাতে অতিষ্ঠ স্কুল শিক্ষার্থী ও মা-বোনেরা। হরহামেশা উৎপাত করার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। কাপ্তাই নেভিরোডস্থ এলাকার শামসুল আলম নুর মুন্না লিখিত অভিযোগে উল্লেখ করেন, নেভীরোড এলাকার জাকির হোসেন সাকিলের পুত্র বখাটে কাওছার দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় স্কুল শিক্ষার্থীদের মোবাইলে যন্ত্রণা, নগ্নছবি, অসামাজিক কাজে প্রস্তাব ও এলাকায় বিভিন্ন মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। শামসুল আলম নুর মুন্না অভিযোগপত্রে বলেন, আমার স্ত্রী মেয়েকে প্রাইভেট শেষে বাসায় ফেরার সময় স্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন অসামাজিক ও অশ্লীল কথাবার্ত বলে উত্ত্যক্ত করতে থাকে। আমার স্ত্রী মেয়েকে আক্রমণ করলে তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে রক্ষা করে। ব্যাপারটি তাঁর বাবা-মাকে জানালে আমার স্ত্রী মেয়েকে মেরে ফেরার হুমকি প্রদান করে। এব্যাপারে উক্ত কাওছারের বিচার চেয়ে এলাকার শন্তি রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন স্থানে অভিযোগপত্র প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।