Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ লাখ ডলারে বিক্রি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস। তার হাত ধরেই অ্যাপল আজকের অবস্থানে। আর মানুষের পছন্দের শীর্ষে এই প্রতিষ্ঠানের কম্পিউটার, ল্যাপটপ, মুঠোফোনসহ অন্যান্য প্রযুক্তি পণ্য। সেই স্টিভ জবসের স্বাক্ষরিত একটি কম্পিউটার ম্যানুয়াল (ব্যবহার নির্দেশিকা) বিক্রি হয়েছে প্রায় আট লাখ মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পৌনে সাত কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন গত বৃহস্পতিবার ম্যানুয়ালটি নিলামে তোলে। ১৯৬ পৃষ্ঠার ম্যানুয়ালের প্রথম পাতার বিপরীত পাশে স্টিভ জবস লিখেছেন, ‘জুলিয়ান, তোমরাই কম্পিউটার নিয়ে বেড়ে ওঠা প্রথম প্রজন্ম। যাও, পৃথিবীকে বদলে দাও।’ এরপর স্টিভ জবস এতে স্বাক্ষর করে সাল লেখেন, ১৯৮০। একই ম্যানুয়ালে অ্যাপলের প্রথম দিকের বিনিয়োগকারী মাইকা মারকুলারেরও স্বাক্ষর ছিল। আরআর অকশন এক বিবৃতিতে জানিয়েছে, স্টিভ জবসের স্বাক্ষর করা ওই ম্যানুয়ালটি ৭ লাখ ৮৭ হাজার ৪৮৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, একবার অ্যাপলের প্রচারণা চালাতে যুক্তরাজ্যে যান স্টিভ জবস ও মারকুলা। তখনই ম্যানুয়ালে স্বাক্ষর করেন তারা। ম্যানুয়ালটি দেয়া হয় জুলিয়ান ব্রুয়ার নামের এক কিশোরকে। জুলিয়ানের বাবা যুক্তরাজ্যে অ্যাপলের কম্পিউটার বিপণনে যুক্ত ছিলেন।
সেই দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে জুলিয়ান বলেছেন, ‘আমি তখন শোবার ঘরে বসে অ্যাপল টুতে গেমস খেলছিলাম। হঠাৎ বাবা ডাকলেন। নিচে গেলে তিনি কয়েকজন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।’ জুলিয়ান আরও বলেন, ‘তখন স্টিভ জবস ও মাইকা মারকুলাকে দেখে আমি অবাক হয়ে যাই। আমার হাতে তখন ম্যানুয়ালটি ছিল, স্টিভ জবস ম্যানুয়ালটিতে স্বাক্ষর করায় এটি কতটা মূল্যবান হয়েছিল, তা আমি পরে বুঝতে পারি।’ নিলামে ম্যানুয়ালটি কিনেছেন জিম ইরসে নামের এক ব্যক্তি। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ