Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাত মাসে তুরস্কে এক কোটির অধিক বিদেশি পর্যটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

২০২১ সালের প্রথম সাত মাসে তুরস্ক সফর করেছে এক কোটিরও বেশি বিদেশি পর্যটক। সোমবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের প্রথম সাত মাসে তারা এক কোটি আট লাখ ৮০ হাজার বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে। তুর্কি সফরে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের গন্তব্য ছিল ইস্তাম্বুল। বিদেশি ভ্রমণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩৮ লাখ ৫০ হাজার মানুষ শহরটি ঘুরে দেখেছেন। এটি মোট সংখ্যার ৩৮ দশমিক ২ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিসোর্ট শহর আনতালিয়া। গত সাত মাসে সেখানে ভ্রমণকারীর সংখ্যা ৩২ লাখ ৬০ হাজার। বুলগেরিয়া ও গ্রিস সীমান্ত সংলগ্ন এডিরন শহরটি ঘুরে দেখেছেন ১২ লাখ ২০ হাজার মানুষ। বিদেশি ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ছিল রাশিয়ার। মোট পর্যটকের ১৫ দশমিক ৪১ শতাংশ এসেছে এই দেশটি থেকে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানি থেকে এসেছে ১৫ দশমিক ৫ শতাংশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ইউক্রেন, বুলগেরিয়া ও ইরান থেকে এসেছে যথাক্রমে ১১ দশমিক ০৮, ৪ দশমিক ৮৫ এবং ৪ দশমিক ৩ শতাংশ পর্যটক। ইয়েনি সাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ