মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিউনিসিয়ার পুলিশ বাহিনী শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষের (আইএনএলইউসিসি) সব কর্মচারীকে বহিষ্কার করে প্রধান কার্যালয় বন্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জার্মান সংবাদ সংস্থা ডিপিএ -কে বলেন, তিউনিসের গভর্নর পুলিশ বাহিনী নিয়ে মর্যাদাপূর্ণ বুহাইরা এলাকায় (রাজধানীর কেন্দ্রের কাছে) অবস্থিত ইনলুকের সদর দপ্তরে এসেছিলেন। স্থানীয় শামস এফএম রেডিও গভর্নরের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জারি করা আদেশ বাস্তবায়ন করছেন। তিউনিসিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষের সদর দপ্তর ২০১১ সাল থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতির খোঁজখবর এবং বিচার বিভাগ অবমাননা করার অভিযোগ তদন্তে নিযুক্ত ছিল। এটা এখনও স্পষ্ট নয় যে কেন এটি বন্ধ করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ এর আগে ব্যাপক দুর্নীতি ও তা মোকাবিলার নীতির সমালোচনা করেছেন। এই ব্যাপক দুর্নীতিকেই তিনি ২৫ জুলাই থেকে ব্যতিক্রমী পদক্ষেপ নেয়ার যুক্তি হিসেবে উপস্থাপন করেছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী হিশেম মেচিচিকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিত করেন। অপর এক খবরে বলা হয়, তিউনিসিয়ার পার্লামেন্টের স্থগিতাদেশ ‘পরবর্তী ঘোষণা না দেওয়া’ পর্যন্ত বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডেইলি সাবাহর। পার্লামেন্ট স্থগিত করার এক মাসের মাথায় কায়েস সাঈদ এমন ঘোষণা দিলেন। যদিও বিরোধীরা পার্লামেন্ট স্থগিত করে কায়েস সাঈদের ঘোষণাকে অভ্যুত্থান হিসেবে অভিহিত করে আসছে। মিডল ইস্ট মনিটর, ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।