Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেনিসির বন্যা বড় বিপর্যয় : বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যের প্রাকৃতিক দুর্যোগকে বড়ো ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি সেখানকার জন্য ফেডারেল তহবিল অনুমোদন করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। এদিকে টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছে। রাজ্যটিতে শনিবার তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি হয়েছে যাকে আবহাওয়াবিদরা ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। টেনিসিতে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বাইডেনের এ উদ্যোগের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হামফ্রেইস কাউন্টির লোকজন ফেডারেল সহায়তা পাবে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এ অর্থ দিয়ে লোকদের জন্য অস্থায়ী বাড়িঘর নির্মাণ এবং বাড়িঘর মেরামতের কাজ করা হবে। এছাড়া যাদের বীমাহীন সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের স্বল্পখরচে ঋণসুবিধাও দেয়া হবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ