Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। খুব অল্প সময়ের মধ্যে কয়েকশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি তাদের। চীনা সেনাবাহিনী পিএলএর মিসাইল ব্রিগেডের চালানো দুটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে উল্লাসে মাতেন সেনা সদস্যরা। ভারতের সঙ্গে সীমানা সঙ্কট কিংবা দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ও তাইওয়ানসহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের দূরত্ব দিন দিন বাড়ছে। এ অবস্থায় যে কোনো দেশের হামলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। দু’দিন আগেও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্ব›েদ্ব জড়িয়েছে চীন। এর মধ্যেই নিজেদের সক্ষমতা যাচাইয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো শি জিনপিং সরকার। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকায় ঐ দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। শত্রুপক্ষের আঘাত মোকাবিলায় চীনা সেনারা কত দ্রুত জবাব দিতে পারে সেটির মহড়াও চালান পিএলএ সদস্যরা। তাদের দাবি নতুন মিসাইলগুলো কয়েকশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। চীনের মিসাইল ব্রিগেড কর্মকর্তা উ শাওমিন বলেন, দ্রুততম সময়ে প্রতিরোধ সক্ষমতা যাচাইয়ে আমরা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছি। এছাড়া, আমাদের যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইউনিট রয়েছে তাদের প্রশিক্ষণ ও নির্ভুলভাবে অভিযান পরিচালনার উদ্দেশ্যে এই মহড়া চালানো হয়েছে। যুদ্ধক্ষেত্রে হতাহতের কারণে সেনা সংখ্যা কমে গেলেও অল্প সংখ্যক মানুষ দিয়েও কিভাবে সফলভাবে এই মিসাইল উৎক্ষেপণ করা যায় সেনাদের সেই প্রশিক্ষণ দেয়া হয় বলে জানান এই কর্মকর্তা। মিসাইল ব্রিগেড কর্মকর্তা উ রুইকি বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার আগে এর সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা সেটিই বোঝানোর চেষ্টা করছি। সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারায় খুশি চীনের সেনারা। ভবিষ্যত যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা যাচাইয়ে এই মহড়া বেশ কাজে দেবে বলে আশা তাদের। গেøাবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ