মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবার এক কমান্ডার ও তার সহযোগীকে হত্যা করেছে ভারতীয় পুলিশ। ভারতে মোস্ট ওয়ান্টেড এই কমান্ডারের নাম আব্বাস শেখ। ভারতীয় স¤প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাদা পোশাকে অভিযান চালিয়ে সহযোগী সাকিব মানজুরের সঙ্গে এই কমান্ডারকে হত্যা করে পুলিশ। শ্রীনগরের আলুচি বাগ এলাকায় ওই অভিযান চালানো হয়। আব্বাস শেখ ও তার সহযোগী সাকিব মানজুরের উপস্থিতির খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে পুলিশ। প্রতিরোধের সুযোগ পাওয়ার আগেই তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়। কাশ্মীর পুলিশের মহাপরিচালক বিজয় কুমার জানান, আব্বাস শেখ স্বঘোষিত প্রতিরোধ ফ্রন্টের প্রধান। এই ফ্রন্ট লস্কর-ই-তইয়্যেবার একটি ছায়া সংগঠন বলে জানিয়েছে পুলিশ। ৪৬ বছর বয়সী শেখ আব্বাস এক সময়ে হিজবুল মুজাহিদের সদস্য ছিলো বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।