Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে যেকোনো শান্তিপূর্ণ সরকারের সঙ্গে সহযোগিতা করবে ইরান : রাইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানের যেকোনও শান্তিপূর্ণ সরকারের সঙ্গে সহযোগিতা করবে তার দেশ। সোমবার অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ-এর সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার যুদ্ধবিধ্বস্ত দেশটির সবার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন রাইসি। ফোনালাপে আফগানিস্তানের ঘটনাবলী সম্পর্কে প্রতিবেশী দেশ হিসেবে ইরানের দৃষ্টিভঙ্গি জানতে চান অস্ট্রিয়ার চ্যান্সেলর। জবাবে রাইসি বলেন, সমসাময়িক ইতিহাস বলছে যে, আফগানিস্তানে আমেরিকা হস্তক্ষেপ করার পর থেকে দেশটি কখনও ভালো সময় পার করেনি। আমরা বিশ্বাস করি, দেশটির বিভিন্ন গোষ্ঠী মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করবে এবং পরস্পরের সহযোগিতা নিয়ে সরকার গঠন করবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞার পরও আফগান শরণার্থীদের জন্য ইরান সব ধরনের খরচ নিজের কাঁধে নিয়েছে। দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী হিসেবে তেহরান নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানে যেসব সরকার শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান। ফোনালাপে ইরান ও অস্ট্রিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ইব্রাহিম রাইসি বলেন, উভয় দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়িয়ে তেহরান ও ভিয়েনা অধিকতর লাভবান হতে পারে। এই সম্পর্ক যাতে কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে সে ব্যাপারে নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ আফগানিস্তানের সা¤প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশটির শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ইরানকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি ভিয়েনা ও তেহরানের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানান। পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে ভিয়েনায় যে আলোচনা চলছে তার সফলতা কামনা করেন। আল মায়াদিন, ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ