বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর পত্নীতলায় টমটমের ধাক্কায় আরিফা খাতুন বন্যা নামে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। উপজেলার মহেশপুর গ্রামের বামইল সড়কে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত বন্যা একই উপজেলার কাঁটাবাড়ি গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
জানা যায়, শিশু বন্যার মায়ের সাথে দুই দিন আগে মহেশপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। সকালে মহেশপুর-বামইল শাখা সড়কের পাশে বন্যা খেলা করছিলো। হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে চলন্ত একটি টমটমের সাথে ধাক্কা লাগে। এতে বন্যা টমটমের নিচে চাপা পরে। এ সময় টমটমের চালক ও স্থানীয়রা দ্রুত ওই টমটম যোগে শিশুটিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু রামেকে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, নিহত শিশুর পরিবার থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।