Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিল পুলিশ

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজার থানা পুলিশ ৪ বছরের শিশু ধর্ষণ ও হত্যার চেষ্টার বিষয়ে গতকাল বুধবার মামলা গ্রহণ করেছে। এ যাবত শিশুটিকে ধর্ষণ ও হত্যার চেষ্টাকারী এসএসসি পরীক্ষার্থী ইমন (১৬) পুলিশের হেফাজতে ছিল। পুলিশ প্রহরায় সে পরীক্ষাও দিচ্ছে। উপজেলার দক্ষিণ বালিয়াপাড়া গ্রামে গত ৮ ফেব্রুয়ারি দুপরে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, প্রথমদিকে ধর্ষণের আলামত চিহ্ণিত না হওয়ায় এবং ধর্ষক এসএসসি পরীক্ষার্থী হওয়ায় বিষয়টির সত্যতা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হলেও ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ মামলাটি গ্রহণ করে। ধর্ষিতা শিশুটির পরিবার জানায়, শিশুটির পিতা হযরত আলীর বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নের গীর্দা এলাকায় বসবাস করে। কিন্তু শিশুটি বেশ কিছুদিন ধরে তার নানার বাড়ি দক্ষিণ বালিয়াপাড়া বসবাস করছে। গত সোমবার দুপুরে নানার বাড়ির পাশে শিশু মেয়েটি খেলা করার সময় একই এলাকার মফিজউদ্দিনের ছেলে ইমন (১৬) শিশুটিকে ফুসলিয়ে এলাকার বায়তুল মামুর জামে মসজিদের টয়লেটে নিয়ে ধর্ষণ করে এবং হত্যার চেষ্টা করে। এ ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে টয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ইমনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ রাতেই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে গত মঙ্গলবার সকালে ধর্ষণের সত্যতা যাচাইয়ের ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিল পুলিশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ