Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু আটক

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ২:০৫ পিএম

ভোলার দৌলতখানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ফজলু (২৮) নামে এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার ভবানীপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাকে আটক করা হয়।

এ সময় ১টি দেশীয় সুটার গান, ১ টি দা, কাচি, চাকু ও ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ফজলু বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর গ্রামের হাফেজ মাঝির ছেলে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এসএম লে. তাহসিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালায়। ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যুদের ধরার চেস্টা করলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। ৭ রাউন্ড গুলি বিনিময়ের পর কোস্টগার্ড ফজলুকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় দৌলতখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ