মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডলফিন সাধারণত কালো অথবা নীল রঙের হয়। এ ধরনের ডলফিনের দেখা পাওয়া একেবারে স্বাভাবিক ব্যাপার। তাই বলে একেবারে গোলাপি রঙের ডলফিন। কেউ কোনও দিন গোলাপি ডলফিন দেখেছেন কিনা, তা মনে করতে পারছে না। অথচ একটি ভিডিওতে এমন বিরল দৃশ্যই ধরা পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গোলাপি রঙের ডলফিন সাগরের পানিতে খেলছে, লাফাচ্ছে। আর এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে। লোকদের নানা মন্তব্য প্রমাণ করে, দর্শকরা বিষয়টি খুবই উপভোগ করেছেন।
আসলে সাগর এক আশ্চর্য জগৎ। এখনও সে জগতের কত ছবি যে অজানা, কে জানে! রহস্যের কোনও শেষ নেই। এ কথা যে কতটা খাঁটি, সেটাই যেন প্রমাণ করে দিল এই গোলাপি ডলফিনের রহস্য।
দক্ষিণ চীন থেকে এই সাগরের নতুন প্রাণীর যে ভিডিও পাওয়া গেছে তা মুহূর্তে নেটনাগরিকদের মন জয় করেছে। এমনিতে ডলফিন খুব শান্ত ভদ্র বন্ধুত্বপূর্ণ এবং বুদ্ধিমান প্রাণী বলেই উল্লেখ করেন বিজ্ঞানীরা।
গোলাপি ডলফিনের ছবি অন্ততপক্ষে ৪৬ হাজার শেয়ার হয়েছে। ৭১০ বার এই টুইটটি রিটুইট করা হয়েছে। অনেকেই বিস্ময়ের সঙ্গে মন্তব্য করেছেন যে, তারা এর আগে কখনও গোলাপি ডলফিন দেখেননি। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, ম্যাশেবল এসইএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।