Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বটগাছের উঁচু ডালে নারী

নামিয়ে আনল ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ঢাকার সাভারে একটি আশ্রমের বটগাছের উঁচু ডালে বসেছিল পঞ্চাষোর্ধ এক নারী। খবর পেয়ে দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর তাকে গাছ থেকে নামাতে সক্ষম হয়। ওই নারীর নাম আমেনা খাতুন। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশিরচরণ গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি রেডিও কলোনী এলাকার নয়াবাড়ি মহল্লায় বসবাস করেন। গত রোববার রাতে সাভার পৌর এলাকার নামাবাজারের পঞ্চবটী আশ্রমের বড় একটি বটগাছের ডাল থেকে তাকে নামানো হয়। এর আগে একইদিন বিকেলে বটগাছটির একটি উঁচু ডালে উঠে বসেছিলেন তিনি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, আমেনা খাতুন সাভার নামাবাজার পঞ্চবটী আশ্রমের প্রায় ৬০ ফুট উঁচু বটগাছের এক ডালে বিকাল আনুমানিক ৪টার দিকে উঠে বসে থাকতে দেখেন স্থানীয়রা। তখন ঘটনাটি সাভার ফায়ার সার্ভিসকে জানালে আমাদের একটি দল এসে ওই নারীকে বটগাছ থেকে নামানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত আনুমানিক ৮টার দিকে তাকে গাছ থেকে নামানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পারি ওই নারী মানসিক ভারসাম্যহীন। নানাভাবে বুঝিয়ে তাকে নামিয়ে আনা হয়। কয়েক বছর আগেও তিনি একটি গাছে উঠে বসেছিলেন। তখনও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গাছ থেকে নামিয়ে আনেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বটগাছে নারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ