রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় মো. রিফাত ও সিফাত নামের দুই ভাইকে কুপিয়ে জখম করেছে আব্দুল মন্নান নামের এক যুবক। গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার দেউলী নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই দেউলী-সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের মো. শাহাবুদ্দিন সিকদারের ছেলে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, কিছু দিন পূর্বে উপজেলার বৈদ্যপাশা গ্রামের মো. হানিফ গাজীর ছেলে মন্নানের সাথে দেউলী আবাসনের বাসিন্দা হারনের ঝগড়া হয়। এতে আহত রিফাতের চাচাতো ভাই নাজমুল বাঁধা দিলে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা তা সমাধান করে। ঘটনার দিন নাজমুল ও রিফাত একটি চায়ের দোকানে বসা ছিল। পূর্ব শত্রুতার জের ধরে মন্নান দেশীয় অস্ত্র দিয়ে নাজমুলের পেছন থেকে আঘাত করে। এ খবর পেয়ে রিফাতের ছোট ভাই সিফাত ছুটে আসলে তাকেও আঘাত করে। পরে দোকানে থাকা লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান এবং সিফাতকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখেন। অভিযুক্ত আব্দুল মন্নানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয় মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।