Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুড়ে গেছে ৫ দোকান

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। গত রোববার ভোররাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতে স্থানীয় কনকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শর্টশার্কিটের মাধ্যমে আগুনের সূত্রাপাত হয়ে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে তুর্য, মামুন, আনিছুর, মিজানুর ও আশিকুরের দোকান ও দোকানের ভেতরে থাকা, ধান, পাট, চাল, নগদ অর্থ ও মুরগীসহ সব পুড়ে যায়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোকান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ