Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় মাঝ সড়ক খুঁড়ে ৮ মাস বেখবর বিটিসিএল, জনভোগান্তি চরমে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৭:৪৩ পিএম
খুলনা সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের পর টেলিফোন বিভাগ (বিটিসিএল) শহরজুড়ে খোঁড়াখুড়ির প্রতিযোগিতায় নেমেছে। খুলনার বয়রা চৌরাস্তার ঠিক মোড়ে ৭ থেকে ৮ মাস আগে টেলিফোনের ভূগর্ভস্থ তার বা কেবল স্থাপনের জন্য সড়কের মাঝে বিশাল দুটি গর্ত করা হয়। এরপর থেকে গর্ত দুটি ওভাবেই আছে। কোনা কাজই করা হয়নি, গর্তও ভরাট হয়নি। খুলনা-ঢাকা, যশোর ও কুষ্টিয়াসহ আন্তঃজেলার যাত্রীবাহি পরিবহণগুলো এই সড়ক ধরেই চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পরে। 
এ বিষয়ে সোমবার রাতে বাংলাদেশ টেলি কমিউনিকেশান কোম্পানী লিমিটেড (বিটিসিএল) খুলনার ডিজিএম শেখ মাহফুজুর রহমান জানান, বিটিসিএল ওই স্থানে এমন গর্ত করেছে বলে তার জানা নেই। তিনি বলেন, যেখানে যেখানে গর্ত করা হয়েছিল, সেগুলো সব ভরাট করা হয়েছে। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ