বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ ২৩ আগস্ট'২১ সকালে ঈশ্বরদী কুষ্টিয়া মহাসড়কের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সন্নিকটে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী স্ত্রী রিয়া খাতুন (২০) নিহত ও স্বামী মৃদুল সরকার (২৮) গুরুত্বর আহত হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোপালপুর নলদা গ্রামের আজিম উদ্দীন সরকারের ছেলে মৃদুল সরকার ও তার অন্তঃস্বত্তা স্ত্রী রিয়া খাতুন মটরসাইকেল যোগে রিয়ার বাবা (বাবু)'র বাড়ি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়ায় আসার পথে উল্লেখিত স্থানে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দু'জনই রাস্তার ওপর সিটকে পড়ে। এ'সময় দ্রুতগামি অন্য একটি মিনিট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হয় এবং মৃদুল গুরুত্বর আহত হয়। ঘটনার পরপরই সংবাদ পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মৃদুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওদিকে, নিহত রিয়া খাতুনের লাশ উদ্ধার করে পাকশী হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। এ'ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পাকশী হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।