বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে এবার বিএনপির অঙ্গ সংগঠন তাঁতী দল থেকে পদত্যাগ করেছেন তিন নেতা। আজ (সোমবার) মহানগর তাঁতী দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগীরা হলেন, সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার। দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার। এসময় বলেন, ‘ দলে মূল্যায়ন নাই, গণতন্ত্রের আভাস নাই, সেখানে রাজনীতি করে যাওয়া কঠিন। শহীদ জিয়ার যে আদর্শ নিয়ে রাজনীতি করতাম, তা এখন দেখতে পাচ্ছি না আমরা।’ এক প্রশ্নের জবাবে গফফার বলেন, ‘দেখুন, শুধু পদ পেলেই তো হলো না। কর্মীরা মূল্যায়ন পাচ্ছে না আমাদের। যারা নির্যাতিত হয়েছে, হামলা-মামলার শিকার হয়েছে, তারা পাচ্ছে না যথাযথ মূল্যায়ন। এজন্যই এ পদত্যাগ।’ এ তিন নেতার পদত্যাগের সাথে বিএনপি নেতা সামসুজ্জামান জামান ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের পদত্যাগের সম্পর্ক আছে কিনা ? এমন প্রশ্নে তাঁতী দল নেতা আব্দুল গফফার বলেন, ‘সম্পর্ক বলতে জামান ভাই ত্যাগী নেতা। রাজপথের ইলিয়াস ভাই (ইলিয়াস আলী) পরেই আন্দোলন-সংগ্রামে অবদান বেশি জামান ভাইয়ের। তার মূল্যায়ন না হলে.... আমরা তো বহু নিচে। জামান ভাইয়ের মূল্যায়ন না হওয়ায় দুঃখ পেয়েছি আমরা।’ দীর্ঘদিন পর গত মঙ্গলবার রাতে ঘোষণা করা হয় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি।
কমিটি ঘোষণার পরদিন, বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান এডভোকেট সামসুজ্জামান জামান। একসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন তিনি। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, এবারের জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের করা হয়েছে অবমূল্যায়ন। এরপর শনিবার রাতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেন ১১ নেতা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়ে তারা পদত্যাগ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।