Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে করোনা শনাক্ত ও মৃত্যু কিছুটা কমলেও বরিশাল মহানগরীর পরিস্থিতি অস্বস্তিকর

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৩:২৪ পিএম

দক্ষিনাঞ্চলে করোনা শনাক্ত এবং মৃত্যুহার কিছুটা হ্রাস পেয়ে সোমবার দুপুরের পূূর্ববর্তি ২৪ ঘন্টায় ১ হাজার ৯৮ জনের নমুনা পরিক্ষায় ১৬৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে পাশাপাশি ভোলার চরফ্যশেনে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মোট ১ লাখ ৯৩ হাজার ৭৭০ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যা ৪২ হজার ৭৯৩ জনে উন্নীত হবার সাথে মৃত্যু সংখ্যাও ৬৩১ জনে পৌছল। এরমধ্যে মহানগরীতেই মৃত্যু হয়েছে ১শ জনের। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৮। এ অঞ্চলে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৬% হলেও গড়হার এখনো ২২.৪৪%। আর মৃত্যুহার ১.৪৭%। টানা দু মাসেরও বেশী সময় পরে সোমবারে মৃত্যুর সংখ্যা সর্র্বনি¤œ ১জনে নামল। এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে দক্ষিণাঞ্চলে ৮ হাজার ৬৪৪ জন আক্রান্তের মধ্যে ১৪৪ জনের মৃত্যু হল। যারমধ্যে মহানগরীতেই ১ হাজার ১০৮ জন আক্রান্তের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগে অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে আরো ১ হাজার ২৮ জন সহ সর্বমোট ৩২ হাজার ৬৫৪ জনের সুস্থ হয়ে ওঠার কথা বলা হয়েছে । ফলে সুস্থতার হার এখন ৭৬.৩১%।
তবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে শনাক্ত ১৬৯ জনের মধ্যে বরিশাল মহানগরীতেই ৩৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে মহানগরী বাদে বরিশাল জেলায় আক্রান্ত ৩২। মহানগরীতে পরিস্থিতি এখনো স্বাস্থ্য বিভাগকে স্বস্তি দিচ্ছে না। নগরীতে আগেরদিন শনাক্তের সংখ্যা ছিল ১৪। এনিয়ে মহানগরী সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫৩৫ জনে উন্নীত হবার সাথে মৃত্যুর সংখ্যাও এখন ২১১। জেলাটিতে গড় শনাক্তের হরর এখনো দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বোচ্চ, ২৫.৩৯%।
বরিশালের মত ভোলার পরিস্থিতিও এখনো স্বস্তি দিচ্ছেনা স্বস্থ্য বিভাগকে। গত ২৪ ঘন্টায় দ্বীপ জেলাটিতে ২৩৪ জনের নমুনা পরিক্ষায় ৪০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১জনের। এনিয়ে জেলাটিতে ৬ হাজার ১৫৭ জন আক্রান্তের মধ্যে ৭৮ জনের মৃত্যু হল।
পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা আগের দিনের ১৮ থেকে ৩০ জনে উন্নীত হলেও ২৫৪ জনের নমুনা পরিক্ষায় এ বাড়তি রোগী শনাক্ত হল। আগের দিন নমুনা পরিক্ষর সংখ্যা ছিল মাত্র ৯৮। জেলাটিতে এ পর্যন্ত আক্রান্ত ৫ হাজার ৮৮০ জন আক্রান্তের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। তবে জেলাটিতে মৃত্যুহার এখনো দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৭৭%।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৮৯ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ১৩। আগের দিন ১৮৮ জনের মধ্যে ২১জকনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের জেলাটিতে এপর্যন্ত ৩ হাজার ৬৪১ জন শনাক্তের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। জেলাটিতে এখনো মৃত্যুহার ২.৪৪%। শনাক্তের হার ১৬.২৫%।
দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের পিরোজপুরে গত ২৪ ঘন্টায় মাত্র ৫৩ জনের নমুনা পরিক্ষায় শনক্তের সংখ্যা ছিল ১২। জেলাটিতে শনাক্তের হার ২৫.৫৮%। পিরোজপুরে এপর্যন্ত ৫ হাজার ৯৭ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৮০ জন।
দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমনের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় মাত্র ৫৩ জনের নমুনা পরিক্ষায় ৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৪৮৩ জন আক্রান্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এখনো গড় শনাক্তের হার ২৬.৭৯%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ