Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ২:১০ পিএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এরা হলেন-কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের কোরবান গাজীর ছেলে মোঃ কাইয়ুম (৪৫), কলারোয়া উপজেলার মদনপুর গ্রামের জব্বার সরদারের ছেলে আশরাফ উদ্দীন (৮০),সাতক্ষীরা সদরের বাবর আলী সরদারের ছেলে গফুর সরদার (৮০) ও দেবহাটা উপজেলার শশাডাঙ্গা গ্রামের সুকুমারের স্ত্রী যমুনা (৫০)।
সোমবার (২৩ আগষ্ট) দুপুরে হাসপাতাল সূত্র আরো জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ৯৭ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৩ জন পজিটিভ। অন্যরা করোনা উপসর্গে আছেন। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগী ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩২ জন। ৫ জন রোগী আইসিইউতে রয়েছেন।
এদিকে, বেসরকারি হিসেবে সাতক্ষীরায় এপর্যন্ত মারা করোনা উপসর্গে মারা গেছেন ৬৯০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ