Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমছে

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১:৩৯ পিএম

টাঙ্গাইল জেলায় গত কয়েকদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘন্টায় সোমবার (২৩ আগস্ট) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে জেলায় ৪৯৫ টি নমুনা পরীক্ষার রির্পোটে ৪৮ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৯ দশমিক ৬৯ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১২৬ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ১০হাজার ৫৯০ জন। সর্বমোট মারা গেছে ২৫১ জন। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৫ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৯ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১০, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নিয়ে মোট ৪৫ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ২৪০ জন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, নাগরপুর ৪, দেলদুয়ারে ১১, মির্জাপুর ২, কালিহাতী ৬, মধুপুর ১ ও ধনবাড়ীতে ৫ জন নিয়ে মোট ৪৮ জন।

জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ১৬ হাজার ১২৬ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৬৩৮জন, নাগরপুরে ৪৬৬জন, দেলদুয়ারে ৮২৭ জন, সখীপুরে ৮৪৮ জন, মির্জাপুরে ১৫৯৫ জন, বাসাইলে ৪৫৫ জন, কালিহাতী ১২৫৫ জন, ঘাটাইলে ১১৯১ জন, মধুপুরে ১ হাজার ৩৪জন, ভূঞাপুরে ৫৯৭ জন, গোপালপুরে ৭৪৩ জন ও ধনবাড়ী উপজেলায় ৪৭৭ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০ হাজার ৫৯০ জন। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩ হাজার ১৭৯, নাগরপুরে ৩৯৬, দেলদুয়ারে ৫৯৪, সখীপুরে ৫৭৪, মির্জাপুরে ১ হাজার ৪৬৬, বাসাইলে ৩০৩, কালিহাতীতে ১০২৪, ঘাটাইলে ১০৩৮, মধুপুরে ৮৩৬, ভূঞাপুরে ৩৪১, গোপালপুরে ৫৯৭ ও ধনবাড়ীতে ২৬২ জন।

করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২৫১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ১৯ জন, সখীপুরে ১৬, মির্জাপুরে ২৪, বাসাইলে ১৭, কালিহাতীতে ৩০, ঘাটাইলে ২০, মধুপুরে ৫, ভূঞাপুরে ১৩, গোপালপুরে ১৩ ও ধনবাড়ীতে ৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, টাঙ্গাইলে করোনার সার্বিক পরিস্থিতীর উন্নতি ঘটছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। সেই সাথে তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ