Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বগুড়ায় করোনা ও উপসর্গে ১১জনের মৃত্যু, শনাক্ত ৪৬

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১:০৬ পিএম

বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৬জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৫জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭দশমিক ৬৯শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ১ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক সোমবার সকাল ১১টায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৬জনের মধ্যে বগুড়ার ২জন। তারা হলেন- সদরের নূর জাহান (৭৫) ও ইসরাফিল প্রামাণিক (৮৫)।
এছাড়া বাকি ৪জন অন্য জেলার। নতুন ২জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৪৭জন দাঁড়ালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ