প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তুঙ্গে ছিলেন অপু ভাই। টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। রাতারাতি হয়ে ওঠেন আলোচিত একজন। রঙ করা চুল আর বিভিন্ন সংলাপ বলে নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছেন অপু। টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন।
এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সিনিয়র ভার্সেস জুনিয়র' নামে একটি ওয়েব সিরিজে। বিষয়টি জানিয়ে নিজের ফেসুবকে একটি পোস্ট করেছিলেন পরিচালক অনন্য মামুন। তারপর থেকে নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেও পোস্ট করেছেন অনেক নাট্যকর্মী ও অভিনয় শিল্পী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু'র একটি ছবি পোস্ট করে নির্মাতা লিখেছেন,‘কে কিভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে।’
অনন্য মামুন আরো জানান, ‘ওয়েব সিরিজে ‘আলিয়ান’ চরিত্রে অভিনয় করবেন অপু। তার আগে টানা একমাস অভিনয়ের প্রশিক্ষণ নেবেন তিনি। এরপর দাঁড়াবেন ক্যামেরার সামনে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং। অপু ভাই ছাড়াও একঝাঁক নতুন মুখ দেখা যাবে এতে।’
অনন্য মামুন-এর ওই পোস্টের পর সমালোচনার ঝড় শুরু হয়। খেপেছেন থিয়েটারকর্মী, চলচ্চিত্র শিল্পী ও সাধারণ দর্শকরাও। অনন্য মামুনকে উদ্দেশ্য করে রিয়া নামের একজন লিখেছেন, ‘খুবই ভালো কাজ করছেন। পচে যাওয়া ইন্ডাস্ট্রিতে পচা মালের সরবরাহ বাড়াচ্ছেন। এদিকে আসল মেধাবীরা সারা জীবন স্ট্রাগল করে যাবে এসব ছাগলের জন্য।’
জাকির হোসেন নামে একজন লিখেছেন, ‘থিয়েটারে কত লোক অবহেলায় থাকে, অথচ টিকটক ইউটিউবের ক্রিঞ্জ কনটেন্ট বানানো মানুষেরা অভিনেতা হচ্ছে। আহা কতো কিছু দেখতে হচ্ছে, জনগণ খাবেও সেরকম।’
বিভিন্ন চলচ্চিত্র ও নাটকের ফেসবুক গ্রুপেও চলছে ব্যাপক সমালোচনা। বিশেষ করে থিয়েটার কর্মীরা, যারা অভিনয়কে ক্যারিয়ার করতে চান, তারা অনন্য মামুন-এর এই উদ্যোগের সমালোচনা করছেন।
তরুণ অভিনয় শিল্পী তানজিল বলেছেন, ‘থিয়েটার করা অসংখ্য ছেলে-মেয়ে আছে, যারা অভিনয়টা ধারণ করে। যারা কাজটা বুঝে এবং ভালোবাসে। কিন্তু তাদের কেউ সুযোগ দেয় না। সুযোগ দিলেও এমন ক্যারেক্টার দেওয়া হয়, যা হয়তো কারো চোখেই পড়ে না। আমি আপনার দোষ দেবো না, কেননা ফলোয়ার দেখে কাজ করার ট্রেন্ড অন্য অনেক পরিচালক অনেক আগেই নিয়ে এসেছে দেশে। শুভ কামনা রইলো আপনার নতুন প্রজেক্টের জন্য।’
স্ট্যান্ড আপ কমেডিয়ান মোহাম্মদ তৌহিদ তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশে ৬৯৬ জন থিয়েটার আর্টিস্ট থিয়েটার ছেড়ে টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন।’
অবশ্য কেউ কেউ অপু ভাইকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনন্য মামুনকে ধন্যবাদও জানিয়েছেন। সিমি নামের একজন বলেছেন, ‘একটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, ভালো কাজের সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া।’
আগামী ২০ সেপ্টেম্বর 'সিনিয়র ভার্সেস জুনিয়র'-এর শ্যুটিং শুরুর কথা রয়েছে। এতে একঝাঁক নতুন শিল্পীকে দেখা যাবে। এর আগে আদনান আল রাজীবের পরিচালনায় ‘ইউটিউমার’ সিরিজে অভিনয় করেছিলেন অপু। তার পুরো নাম ইয়াছিন আরাফাত অপু। গেল বছর রাজধানীর উত্তরায় সড়কে মারামারির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এ টিকটকার। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।