Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী ঘোষিত প্রারম্ভিক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায় ডিপ্লোমা কৃষিবিদদের বেতনস্কেল ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ নান্দাইল শাখার সভাপতি মো. দুলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. এনামুল হক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সকাল ১১টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে কৃষিবিদ ইনস্টিটিউশন নেতৃবৃন্দ ২০১৩ সনের ২৩ অক্টোবর ঢাকাস্থ খামার বাড়িতে নির্মিত কেআইবি কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ডিপ্লোমা কৃষিবিদদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করনের ঘোষণা প্রদান করেন এবং তা অনতিবিলম্বে বাস্তবায়নের নির্দেশ প্রদান করলেও তা আজও বাস্তবায়িত হয়নি। স্মারকলিপিতে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ঘোষণা বাস্তবায়ন করে ডিপ্লোমা কৃষিবিদ বহুদিনের দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নান্দাইলে স্মারকলিপি প্রদান

১১ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ