Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজানে বালু দস্যুতায় ভাঙন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

উজানে বালু দস্যুতার কারণে ভাঙনে হারিয়ে যেতে বসেছে যমুনার দ্বীপ গ্রাম রাধানগর। ওই গ্রামের স্থানীয়রা জানান, বগুড়ার ধুনট উপজেলার ভান্ডান হয়ে যায় নদীগর্ভে।
এরপরে বিশ বছর আগে ফের জেগে উঠে নদীর বুকে দ্বীপ হিসেবে রাধানগর গ্রাম। ফলে অনেকেই ফিরে যায় গ্রামে। কিছুদিনের মধ্যেই গ্রামটিতে চাষাবাদ শুরু হয়ে সমৃদ্ধ হয়ে ওঠে। তবে একদশক ধরে যমুনার বিভিন্ন পয়েন্টে বালু দস্যুতা চলতে থাকে। বালু দস্যুতার কারণে শুরু হয় রাধানগর গ্রামে ভাঙন। ভাঙ্গনের ফলে গ্রামটি এখন অস্তিত্বের হুমকির মুখে পড়েছে ।
অনেকেই গ্রামের ভিটামাটি ছেড়ে যমুনা নদীর বাঁধের ওপর আশ্রয় নিয়ে তৈরি করেছে মাথা গোঁজার ঠাঁই । যাদের টাকা পয়সা আছে তারা গ্রাম ছেড়ে অন্য কোথাও জায়গা জমি কিনে গড়েছে নতুন বসতি। এখন কেবলই সেখানে টিকে আছে গুটিকয়েক ইউক্যালিপটাস গাছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বালু দস্যুতায় ভাঙন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ