রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে এক রাতে একই গ্রামের ৫ বাড়ি থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে এ গরু চুরির ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাতে চোরের দল প্রথমে রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ মিয়ার বাড়িতে হানা দিয়ে ৩টি, তার ভাই আব্দুস ছামাদ মিয়ার ২টি গরু নিয়ে যায়। পরে একই গ্রামের কৃষক মনির উদ্দিনের ছেলে প-িত আলীর ১টি, মদন আলীর ছেলে আব্দুস সালাম মিয়ার ২টি এবং জোনাব আলীর ছেলে শামসুল হকের ১টি গরু নিয়ে যায়। চোরের দল চুরি ট্রাকযোগে এই গরু অন্যত্র নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, গরু চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।