Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ টিকা প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৮:৪২ পিএম

দেশে গণটিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত মোট টিকা প্রদান করা হয়েছে ২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৮৮৫ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ জন এবং পূর্ণ ডোজ অর্থাৎ দুই ডোজই টিকা সম্পন্ন হয়েছে ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষের।

রোববার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৮৩৬ জন করোনা টিকার জন্য এনআইডি দিয়ে নিবন্ধন করেছেন। পাশাপাশি পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৪ লাখ ১২ হাজার ১৭৪ জন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রফেসর ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের দেয়া তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ ডোজ এবং দ্বিতীয় ডোজ প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ ডোজ।

চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৯৩ লাখ ৩২ হাজার ৩৯৯ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮২ লাখ ৮০ হাজার ২৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ লাখ ৫২ হাজার ১৫৯ জন।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৪ হাজার ৬৩৮ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫১ হাজার ২৩৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ৩৯৯ জন।

এছাড়া এ পর্যন্ত মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৭ লাখ ৯৩ হাজার ৮২৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৫ লাখ ৪ হাজার ৬৭০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৮৯ হাজার ১৫৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ