Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা সিনে অ্যাওয়ার্ড ৩১ অক্টোবর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গণের গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে জুরি বোর্ড। তাদের বিচারে শ্রেষ্ঠদের বাংলাদেশের চলচ্চিত্র তারকাদের মাঝে জামাইকার ইয়র্ক কলেজ হলের অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান করা হবে। বিএনএস লিমিটেডের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এ আয়োজনের স্পন্সর হিসেবে থাকছে এসি আই লিঃ, ই-ওরেঞ্জ, রিচ লিফট কোঃ, তৃষা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, তাসনিয়া ফিল্ম লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশের সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে ঢালিউডের প্রায় অর্ধশত সিনে তারকা ও কণ্ঠশিল্পী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশে এ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক লেকক ও চলচ্চিত্র নির্মাতা রফিকুল ইসলাম বুলবুল। ২০১৬ সালের পর থেকে প্রধান উদ্যোক্তা হিসেবে প্রতি বছরই এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন আমেরিকা প্রবাসী আজগর হোসেন খান বাবু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা সিনে অ্যাওয়ার্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ