রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুর জেলা সংবাদদাতা
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল আহমেদের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আকলিমা (১২)। সে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের তারা সরকারকান্দি গ্রামের আহসান উল্যাহ রাড়ীর কন্যা। গতকাল সোমবার ওই ছাত্রীর বিবাহের দিনধার্য করা হয়েছিল। ইতোপূর্বে নোটারি পাবলিকের মাধ্যমে এই শিশুর বয়স বৃদ্ধি করে বিয়ের ব্যবস্থা করার অভিযোগ পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ সচিবের মাধ্যমে বিষয়টি তদন্ত করালে আসল রহস্য প্রকাশিত হয়ে যায়। শিশুর পিতা-মাতা উপজেলা নির্বাহী অফিসারের নিকট মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করার অঙ্গীকার করার পরে তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়। শিশুটি স্থানীয় আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ‘ক’ শাখার ছাত্রী।
গাছের চারা বিতরণ
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এসডিএস ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বাংলাদেশ ও এসডিএসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলার প্রবীণ শিক্ষাবীদ প্রফেসর হাজী সিরাজুল ইসলাম। প্রকল্পের সমন্বয়কারী আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, এসডিএসের পরিচালক কামরুল হাসান বাদল। প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন সেতারা বেগম ও আ. কুদ্দুস বেপারী। আলোচনা শেষে অংশগ্রহণকারী ১ হাজার প্রবীণের হাতে একটি আম্রপলি ফলের চারা তুলে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।