Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপি হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ২:৩৯ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান।

রোববার (২২ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের উদ্যোগের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের

আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উদযাপন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির। বিএনপি হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে। এদেশে হত্যা, সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি। এ দেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিউয়ার রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যকে ‘নির্লজ্জ বক্তব্য’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়া প্রমাণ করে যে জিয়াউর রহমান জড়িত। এর থেকে আর প্রমাণ আর কী হতে পারে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আ. লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ