Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশু কন্যাকে পানিতে ফেলে দিল মা

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বরগুনার পাথরঘাটায় প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশুকন্যাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে দিয়েছে নিষ্ঠুর মা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দ. জ্ঞানপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের বাসিন্দা মো. আশ্রাব আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী হামেজ উদ্দিন মুন্সির ছেলে মো. নুরুল হক মুন্সির সাথে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বহু মামলা ও হামলার ঘটনা ঘটেছে। পরে আশ্রাব আলীর স্ত্রী মোসা. পলি বেগম ও তার জা তৈয়ব আলীর স্ত্রী হনুফা বেগম প্রতিপক্ষ নুরুল হক মুন্সিকে ফাঁসাতে গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের সময় পলি বেগমের ৫ বছরের শিশুকন্যা দক্ষিণ জ্ঞানপাড়া ১৩নং স. প্রা. বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী হাফছা আক্তারকে বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে নিজেদের বসত বাড়ির পেছনের খালে ফেলে দেয়। পরে খালে খেলা করতে আসা স্থানীয় আবুল কালামের ছেলে মো. কামরুল (১৫) মিরাজ (১২)সহ একাধিক ছেলেরা দূর থেকে একটি বস্তার মুখ দেখে বস্তাটি তুলে চিৎকার করলে কামরুলের মা তাজেনুর বেগম খালপাড়ে ছুটে এসে বস্তা খুলে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেয়। পরে শিশুটির মা পলি বেগম তাজেনুরের হাতে-পায়ে ধরে বিষয়টি কাউকে না জানানোর জন্য অনুরোধ করে। এব্যাপারে শিশুটির উদ্ধারকারী উল্লিখিত ছেলেরা ও তাজেনুর বেগম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজিবুর রহমান শিশুটির চাচা মো. ইছমাইলসহ এলাকাবাসী ঘটনার সত্যতা স্বীকার করে ঘাতক মা পলি বেগম ও তার সহযোগী হনুফা বেগমের বিচার দাবি করেন। এব্যাপারে গত রোববার সরেজমিনে শিশিুটির স্কুলে গিয়ে স্কুলের শতাধিক ছাত্রছাত্রী ও উক্ত স্কুলের সকল শিক্ষকদের সামনে শিশুটির কাছে জানতে চাইলে শিশুটি তার মায়ের নিষ্ঠুরতার বর্ণনা দিয়ে বলে আমাকে আমার মা একটি বস্তার মধ্যে ভরে বস্তার মুখ বেন্দে খালে ফেলে দিয়েছিল। আমি অনেক কান্নাকাটি করেছি তারপরও আমার মা আমাকে খালে ফেলে দিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশু কন্যাকে পানিতে ফেলে দিল মা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ