বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানে ফের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ এক স্কুল দফতরিকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম উছালা মার্মা পিন্টু। সে জেলার নাইক্ষংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাই স্কুলের দফতরি।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা।
বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানান, উছালা মার্মা পিন্টু কৌশলে মাদক কারবার করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। তার সিন্ডিকেটে আরো কারা জড়িত তা তদন্ত চলছে। এব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে বান্দরবান জেলা আদালতে আনা হয়েছে। পরে কারাগারে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।