Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিড়ি ফ্যাক্টরিতে অভিযান

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বগুড়া শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় সরিফ বিড়ি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দ করেছে বগুড়া র‌্যাব-১২ এর সদস্যরা। গত বৃহস্পতিবার অভিযান চালায় র‌্যাব। এ সময় বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোল উদ্ধার ও সরিফ বিড়ি ফ্যাক্টরির দুজন ম্যানেজারকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, আব্দুল ওহাব এবং খলিলুর রহমান। অভিযান শেষে এক ব্রিফিংয়ে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে এই বিড়ি ফ্যাক্টরীতে বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোল মজুদ ও ব্যবহার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা এই অভিযান পরিচালনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ