Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে কাদা রাস্তায় চলাচল। একদিন বৃষ্টি হলেই কমপক্ষে ১ মাস এ অবস্থায় চলতে হয় পথচারীদের। যেন দেখার নেই কেউ। উপজেলার হাসানগঞ্জ রেলস্টেশনে যাতায়াতের প্রধান সড়কটির এ অবস্থা। এই সড়কে দৈনিক যাতায়াত করেন রেলযাত্রী, জনসাধারণ ও তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রেলযাত্রী আব্দুল্লাহ জানান, মেয়ের বাড়িতে যাচ্ছি কাদাযুক্ত খালি পায়ে। খারাপ লাগছে কিšুÍ উপায় কই। চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী ফাহিম মুন্তাসির তন্ময় জানায়, দুইদিন রাস্তায় পড়ে গিয়ে বই ও কাপড় নষ্ট হওয়ায় ক্লাস করতে পারিনি। সে কারণে এখন রেললাইন দিয়ে যাতায়াত করি। তবে ভয় হয় কখন যে ট্রেন থাক্কা মেরে ফেলে দেয়। ভ্যানচালক সাজু মিয়া জানান, বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর। বিকল্প কোনো রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুন্নবী মিয়া জানান, এব্যাপারে ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আসছি। আশা করি খুব দ্রুত সমাধান হবে। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান। দু’একদিনের মধ্যে কাজ শুরু হবে ইন্শাআল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থাগ্রহণের নির্দেশ এখনই দিচ্ছি বলে জানান। তবে এই কষ্ট থেকে পরিত্রাণ চায় পথচারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ