Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গেল থাকার রহস্য ফাঁস!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

সালমান খান মানেই ছবি বক্স অফিসে ঝড় তুলবে। তিনি সল্লু ভাই ছাড়াও বলিউডে হিট মেশিন নামে পরিচিত। গত শতাব্দীর ৯০ দশক থেকে তিনি এখনো পর্যন্ত নিজের দাপট বজায় রেখেছেন। পেশাগত জীবনে প্রায় সবই অর্জন করেছেন সল্লু।
ব্যক্তিগত জীবনে বড় একটা অপূর্ণতা রয়ে গেছে। ৫৫ বসন্তে পা রেখেও তিনি সিঙ্গেল। তার সমসাময়িক সব তারকাই বিয়ে করে বাবা হয়েছেন। কিন্তু ভাইজান এখনো ব্যাচেলর। বেশ কয়েকটি প্রেম করলেও কোনোটিকেই পূর্ণতা দেননি তিনি। ‘একলা চলো রে’ নীতিতেই চলছেন এই সুপারস্টার।

কিন্তু যে ঘটনা অনেকেই জানেন না, তা হলো সালমান খান বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি প্রায় সবকিছু পাকাপাকিও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সিঙ্গেল থাকাকেই বেছে নেন এ নায়ক।
১৯৬৫ সালে জন্ম নেয়া সালমানের সিঙ্গেল থাকার অজানা সেই ঘটনা ফাঁস করেছেন তারই দীর্ঘ দিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বেশ কিছু দিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাজিদ জানান, তিনি এবং সালমান দু’জনেই কসম খেয়েছিলেন কখনো বিয়ে করবেন না। কিন্তু ১৯৯৯ সালে সালমান হঠাৎ করেই সিদ্ধান্ত নেন, বিয়ে করবেন। সাজিদকেও বলেন, ‘চল বিয়ে করে ফেলি’।

সাজিদ বলেন, ‘ওর কাছে তো মেয়ে (প্রেমিকা) ছিল। কিন্তু আমার জন্য পাত্রী খুঁজতে হয়েছিল। সেজন্য আমি বাবা-মাকে বলি মেয়ে দেখার জন্য। তারাও আনন্দে পাত্রী ঠিক করেন। কার্ড ছাপানোর পর সবাইকে দাওয়াত দেওয়া হয়।
বিয়ের মাত্র পাঁচ দিন আগে সালমান এসে বলে, ‘এখন আর মুড নেই রে!’ ও নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। কিন্তু আমার পক্ষে তো সেটা করা সম্ভব হয়নি। পরে আমার বিয়ের আয়োজনে আসে। সেখানে এসে বলেছিল, ‘বাড়ির পেছনে গাড়ি দাঁড় করানো, এখনো সময় আছে, চলে যা’।

সাজিদ জানান, বিয়ের মতো আয়োজন, পরিবার ও আত্মীয়-স্বজন সবাই ছিল। সুতরাং ওই মুহূর্তে তো আর পালিয়ে যাওয়া যায় না। তাই তিনি বিয়ে করে ফেলেন। আর সালমান থেকে যান সিঙ্গেল। সূত্র : নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ