রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে দুই লক্ষ টাকা যৌতুকের দাবিতে সন্ধ্যা (২০) নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করেছে পাষ- স্বামী। বর্তমানে নির্যাতিত গৃহবধূ দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিত গৃহবধূ ও তার পরিবারের অভিযোগ উপজেলার ফিলিপনগর ইউপির ফিলিপনগর দফাদারপাড়া গ্রামের বিপ্লব তার স্ত্রী সন্ধ্যাকে দুই লক্ষ টাকা যৌতুকের দাবিতে কয়েকদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। অসহায় ও দরিদ্র বাবার বাড়ি থেকে সন্ধ্যা যৌতুকের টাকা নিয়ে আসতে অপারগতা প্রকাশ করলে রোববার রাত সাড়ে ৯টার দিকে সন্ধ্যাকে ঘরের ভিতর আটকিয়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। মুখ, হাত ও পা বেঁধে বেধড়ক মারপিট ও শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে নির্যাতন করে। একপর্যায়ে সন্ধ্যা জ্ঞান হারালে পাষ- স্বামী বিপ্লব সন্ধ্যাকে ঘরের ভিতর আটকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যার বাবার বাড়ির লোকজন সন্ধ্যাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। নির্মম ও পাশবিক নির্যাতনের এ ঘটনায় সন্ধ্যার বাবা হাফিজুল ম-ল বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে। তবে পাষ- বিপ্লব পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে মোটা অংকের যৌতুক দিয়ে সন্ধ্যার সাথে বিপ্লবের বিয়ে হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।