Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগজকুড়ানির ইংরেজি বলা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

গল্প কি শুধুই বইয়ের পাতায় থাকে? বইয়ের পাতার বাইরেও গল্প ছড়িয়ে থাকে চারপাশের চেনাজানা পথঘাটে। সেটি ফের প্রমাণ হয়েছে ভাইরাল হওয়া এক ভিডিওতে।
ভারতের বেঙ্গালুরে এক কাগজকুড়ানি বৃদ্ধার অকপটে বলে যাওয়া ইংরেজি শুনে অবাক নেটিজেনরা। জীর্ণ বাস ও বিধ্বস্ত চেহারার আড়ালে থাকা অজানা গল্পকে আন্দাজ করে বিস্মিত সকলে।
ঠিক কী দেখা গেছে ভিডিওতে? শচিনা হেগার নামের এক মহিলা ইনস্টাগ্রামে জোড়া ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গেছে বৃদ্ধার সঙ্গে তার কথোপকথন। আর সেখানেই রয়েছে চমক।

আসলে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষদের প্রতি সকলের যে ধারণা তা যেন মুহূর্তে ছিন্ন হয়ে যায় তার অনর্গল ইংরেজি শুনে। নিজের সম্পর্কে কথা বলার পাশাপাশি তার পুরো নাম সেসিলা মার্গারেট লরেন্স।
কী করে একা একা কাটে তার দিনরাত? এ প্রশ্নের উত্তরে মার্গারেট মাতা মেরির একটি ছবি বের করে সেটি দেখিয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি আমাকে একা বলছেন?’ তার কথা থেকে জানা যায়, জাপানে দীর্ঘ সাত বছর কাটিয়ে এসেছেন।

ভিডিও শেয়ার করে শচিনা লিখেছেন, ‘গল্প সব সময় আপনাদের সঙ্গেই থাকে। আপনাকে কেবল থেমে গিয়ে চারপাশে ঘুরে দেখতে হবে। কিছু সুন্দর ও কিছু যন্ত্রণা। কিন্তু ফুলের গুচ্ছ ছাড়া কি জীবন হয়? এই অসামান্য মহিলার সংস্পর্শে আসতে চান? যদি আপনারা কেউ ওর দেখা পান, দয়া করে একবার কথা বলে দেখবেন।’
বলাই বাহুল্য দু’টি ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। সকলেই বিস্ময় প্রকাশ করেছেন। রাস্তায় ঘুরে বেড়ানো একজন ভবঘুরে চেহারার মহিলার এমন বিস্ময়কর কথাবার্তা। মনে করিয়ে দেয়, মলাট দেখে বইয়ের বিচার না করার সেই চিরন্তুন প্রবচনকে। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, ডিএনএ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ