রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইলে গৃহপরিচারিকা নাজমিন নাহারকে (১৭) হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে গত রোববার বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে নাজমিনের মৃত্যু হয়। নাজমিনের মা ফরিদা বেগম জানান, লোহাগড়ার জয়পুর এলাকায় মহিউদ্দীন শেখের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত নাজমিন। প্রায় দুই মাস আগে ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয় সে। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও মহিউদ্দীনের বাড়িতে কাজ করতে যায় নাজমিন। পরে বিকেল তিনটার দিকে তার (ফরিদা) কাছে খবর আসে নাজমিন মারা গেছে। তার মেয়ের মৃত্যুর ঘটনায় রোববার রাত ৮টার দিকে গৃহকর্ত্রী লাকি বেগম তাকে ৫০ হাজার টাকা নেয়ার প্রস্তাবও করেন। নাজমিনের মামা মফিজুর ইসলাম বলেন, মহিউদ্দীনের মেয়ের জামাই রাসেল ওই বাড়িতে থাকেন। প্রায়ই নেশা করে বাড়িতে ফিরে মাতলামিসহ নাজমিনকে মারধর করত। রোববারও নাজমিনকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। হত্যার পরে নাজমিনকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুঁলিয়ে রাখা হয়। তবে মহিউদ্দীনের স্ত্রী লাকিসহ তার পরিবারের লোকজন দাবি করেন, নাজমিন আত্মহত্যা করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে নাজমিন আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার এটি হত্যা, নাকি আত্মহত্যা তা স্পষ্ট হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।