রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা
কুলাউড়ায় এক যুক্তরাজ্য প্রবাসীর ১২ শতক ভূমি (গাছ বাগান) জোরপূর্বক দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় শানু মিয়া, রাজু আহমদ ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানা যায়, কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ তালুকদার তার মালিকানাধীন ভাটেরার কলিমাবাদে অবস্থিত ১২ শতক ভূমি ক্রয় করে আকাশি, বেলজিয়াম, আগরসহ বিভিন্ন জাতের গাছ লাগান। হঠাৎ করে স্থানীয় শানু দীর্ঘ দিনের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটিয়া লোকজন নিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভোরে প্রবাসীর বাগান বাড়িতে ঢুকে জোরপূর্বক গাছ কেটে কয়েকটি গাড়ি বোঝাই করে চোরাকারবারীদের সহযোগীতায় পাচার করে। পরে যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদের ভাগিনা পারভেজ আহমদ সরজমিন গিয়ে সব তথ্য ফোনে প্রবাসী মামাকে জানায়। ওই দিন শানু মিয়া ও তার সহযোগীদের নিয়ে দখলে নেয়া প্রবাসীর বাগান বাড়ি জুনেদ আহমদ তালুকদারের নামীয় দলিল ও খাজনা রশিদ নিয়ে পারভেজ বাদি হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দাখিল করে। এ বিষয়ে বিবাদী শানুকে না পেয়ে রাজু আহমদের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি তাদের পারিবারিক তাই এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।