Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্সিংয়ের লড়াইয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট পদে চোখ রেখেছেন প্যাকুইয়াও (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ৮:০৪ পিএম | আপডেট : ৮:০৫ পিএম, ২১ আগস্ট, ২০২১

ম্যানি প্যাকুইয়াও। আটবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ফিলিপাইনের সিনেটর। আজ রাতে লাস ভেগাসে কিউবান ইয়র্ডেনিস উগেসের বিপক্ষে উচ্চ-লড়াইয়ের লড়াইয়ে মুখোমুখি। যা তার দেশের পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য তার একটি প্রচার হিসেবেই দেখছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

৪২ বছর বয়সী প্যাকুইয়াও গত দুই বছর ধরে রাজনীতিতে বিশেষ মনোযোগী। তার ওয়েলটারওয়েট চ্যাম্পিয়নশিপ পুণরুদ্ধারের মাধ্যমে জনগনের হৃদয় ও ভোট জিততে চান এ তারকা। প্যাকুইয়াওর রাজনৈতিক মুখপাত্র মনিকো পুয়েন্টেভেলা আল জাজিরাকে বলেন, ‘বক্সিং লড়াই শুধু একটি বোনাস।’

মনিকো আরও বলেন, ‘আগামী বছরের মে মাস তার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের মঞ্চ। যদি তিনি বিজয়ী হন, তবে তাকে সমর্থন করার জন্য জনগণকে আরও অনুপ্রাণিত করবে।’

ফিলিপিন্সে ২০২২ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হওয়ার জন্য তার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। এটা তার জীবনের একটি গোপন রহস্যও ছিল। পুয়েন্টেভেলা বলেন, তিনি (ম্যানি প্যাকুইয়াও) লড়াইয়ে নামতে প্রস্তুত। তিনি কিছু সময়ের জন্য বক্সিংয়ে নজর রাখছেন। এরপর তিনি সবাইকে এ ব্যাপারে (প্রেসিডেন্ট পদে লড়ার কথা) স্পষ্ট করবেন।’

তিনি আরও বলেন, ‘দুতের্তে (বর্তমান ফিলিপিন্সি প্রেসিডেন্ট), ছয় বছরের মেয়াদে নির্বাচিত হন। মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ এগিয়ে যাচ্ছে এবং আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে। তার সহিংস ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ এর বিরোধী অধিকার গোষ্ঠীগুলিও প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি আইনী অনাক্রম্যতা হারানোর সাথে সাথে স্থানীয় আদালতে অনুরূপ মামলা দায়ের করবেন।

মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ এগিয়ে যাচ্ছে, এবং আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে। তার সহিংস ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ এর বিরোধী অধিকার গোষ্ঠীগুলিও প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি আইনী অনাক্রম্যতা হারানোর সাথে সাথে স্থানীয় আদালতে অনুরূপ মামলা দায়ের করবেন।

ভিডিও দেখুন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ