বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম আমির হাটহাজারী মাদ্রাসার সাবেক মহা পরিচালক মরহুম আল্লামা শাহ আহম্মদ শফি সাহেব ও সংগঠনটির দ্বিতীয়বার নির্বাচিত আমির ও আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ জুনাঈদ বাবুনগরী। ইসলামের দুই নেতা আজ চির নিদ্রায় শায়িত আছেন হাটহাজারী মাদ্রাসার ও তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাকবারায়ে জামেয়াতের মসজিদের মিনার ঘেঁষে কবরে। আল্লামা শাহ আহম্মদ শফির ডান পাশে কবরে নিদ্রায় শায়িত আছেন জুনাঈদ বাবু নগরী। দুনিয়ার বুকেও দুই আলেম এক সাথে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানেও এক সাথে কর্মরত ছিলেন। পরবর্তীতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সকল মায়া মমতাকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর হাজার হাজার মুসল্লিদের দুই শায়খের কবর জিয়ারত করতে দেখা যায়। অনেকেই চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, নিজেদের গুনাহ থেকে মুক্ত ও দুই আলেমেদ্বীন সহ সমস্ত কবর বাসীদের জন্য দোয়া করেন। বাবু নগরীর মেয়ের পুত্র (নাতি) সাদও কবর জিয়ারত করতে আসে। কবরস্থানের আশেপাশে মুসল্লিরা জিয়ারত করতে আসলে সেখানে প্রচুর ভীড় জমতে দেখা যায়। ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।