Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষার সংখ্যা ক্রমশ হ্রাস পেলেও মৃত্যু থেমে নেই

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১:৪৯ পিএম

দক্ষিণাঞ্চলে করোনার নমুনা পরীক্ষা ক্রমশ হ্রাস পেলেও মৃত্যুর মিছিল থেমে নেই। শুক্রবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীতে ১জন এবং উজিরপুরের ধামুড়া ও মেহেদিগঞ্জে ৩জন ছাড়াও পটুয়াখালীতে ১ জন সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে মাত্র ১ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষায় ১৮০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এখনো পিরোজপুর ও ঝালকাঠীতে নমুনা পরীক্ষার সংখ্যা নগণ্য। এনিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় এ মাসের ২০ দিনে আক্রান্ত ৮ হাজার ৫৪৭ জনের মধ্যে ১৪২ জনের মৃত্যু হল। সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২২ জনে। গড় মৃত্যুহার ১.৪৭%। পাশাপাশি এপর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৩০৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ হাজার ৩৪০ জনের করোনা আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। দক্ষিণাঞ্চলে এখনো গড় শনাক্তের হার ২২.৫৪%।
তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় আরো ১,৩৮০ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৬৬৩ জন। সুস্থতার গড়হার গত ১৫ দিনে প্রায় ১৫% বেড়ে এখন ৭০.০৬%।

গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে যে ১৮০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তার ৫৮ জনই বরিশাল জেলায়। যারমধ্যে মহানগরীতেই ২১ জন। এসময়ে নগরীর দরগাবাড়ীতে ৭৫ বছর বয়স্ক একজন ছাড়াও উজিরপুরের ধামুড়া ও মেহেদিগঞ্জের কাজীর হাটে এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশালে ১৭ হাজার ৩৬৬ জন আক্রান্তের মধ্যে ২০৯ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে বরিশাল মহানগরীতেই আক্রান্ত ১০ হাজার ৪৪ জনের মধ্যে মৃতের সংখ্যা ১শতে উন্নীত হয়েছে। গত ২০ দিনে মহানগরীতে ১ হাজার ৬০ জনের দেহে করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ১৭ জনের।

গত ২৪ ঘন্টায় ভোলাতে ২০৬ জনের নমুনা পরিক্ষায় ৪৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত আক্রান্ত ৬ হাজার ১৮ জনের মধ্যে ৭৫জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ২২৯ জনের নমুনা পরিক্ষায় ৩২ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হওয়ায় ছাড়াও জেলার বাউফলে ৪৫ বছর বয়স্ক এজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে ৫ হাজার ৮২৪ জন আক্রান্তের মধ্যে ১০৪ জনের মৃত্যু হল।
বরগুনার পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ করা যাচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ২১০ জনের নমুনা পরিক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ২৫ জন। তবে বরগুনায় এপর্যন্ত ৩ হাজার ৬০৪ জন আক্রান্তের মধ্যে ৮৬ জনের মৃত্যু হওয়ায় গড় মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.৩৯%। তবে জেলাটিতে আক্রান্তের হার গত কয়েক দিনে কিছুটা কমে এখন দক্ষিণাঞ্চলের সর্বনিম্ন ১৬.৩৭%।

পিরোজপুরে গত ২৪ ঘন্টায় মাত্র ৫৪ জনের নমুনা পরিক্ষায় ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের এ জেলাটিতে এপর্যন্ত ৫ হাজার ৬৬ জন আক্রান্তের মধ্যে ৭৯ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে এখনো গড় শনাক্তের হার ২৫.৬৬%।
ঝালকাঠীতেও এসময়ে মাত্র ৫০ জনের নমুনা পরিক্ষায় ৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলায় এখনো সংক্রমন হার সর্বোচ্চ ২৬.৮৯%। জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৪৬২ জনের নমুনা পরিক্ষায় মৃত্যু হয়েছে ৬৯ জনের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ