Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় দুইমাসে প্রথম করোনায় মৃত্যুহীন দিন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১১:১৪ এএম

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সর্বশেষ গত ১৯ জুন জেলায় করোনায় কোনো মৃত্যু ছিল না। গত ১৮ জুন এর পর থেকে প্রতিদিনই ৬ থেকে ৭ জন করে করোনা রোগী মারা গেলেও দীর্ঘ দুই মাস পর জেলায় এমন ঘটনা ঘটল। এক সপ্তাহ ধরে হাসপাতালে রোগী ভর্তিও কমছে।

টানা আড়াই মাস পর করোনার দাপট কমায় চিকিৎসকেরা আশার আলো দেখতে পাচ্ছেন। করোনা শনাক্তের হার ২০ শতাংশের একটু বেশি। তবে এই হার আরও না কমা পর্যন্ত জেলাবাসীকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন চিকিৎসা সংশি¬ষ্ট কর্মকর্তারা।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় কেউ মারা যাননি।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৫৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৪৫ শতাংশ।
। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৩৬৫ জন রোগী আর এখনও পর্যন্ত মারা গেছে ৬৮৯ জন রোগী
আট দিনের তথ্য বিশে¬ষণ করে দেখা গেছে, আগস্টে জেলায় এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে মারা গেছেন ৩৪২ জন। জুনে ৯৯ জন মারা গেছেন। জুলাইয়ে ১০ থেকে ১২ জন রোগী মারা গেছেন। সেখানে আগস্টে মারা যাচ্ছেন ৫ থেকে ৬ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম বলেন, বর্তমানে করোনা হাসপাতালে ১১৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪০ জন উপসর্গ নিয়ে মোট ১৫৯ জন ভর্তি আছেন। ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়েছেন ১৩ জন। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির বলেন- করোনা শনাক্তের হার কমছে। মৃত্যুহারও কমতির দিকে। এটা ভালো দিক। তবে এই হার কমাতে হলে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। বৃহস্পতিবার থেকে পর্যটন এলাকাসহ সবকিছু আরও স্বাভাবিক হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ