Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজী রাকায়েতের দ্য গ্রেভ এবার আমেরিকার ওটিটি প্ল্যাটফর্মে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েতের সিনেমা ‘দ্য গ্রেভ’ বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে নির্মাণ করেছিলেন। সিনেমাটি সারাবিশ্বে তুলে ধরার জন্যই দুই ভাষায় নির্মাণ করেছেন তিনি। এর ফলস্বরূপ সিনেমাটি ক্যালিফোর্নিয়ায় মুক্তি পায়। এবার চলচ্চিত্রটি বিশ্বখ্যাত আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। দেশটির আরও দুটি ওটিটি প্ল্যাটফর্মে ইতোমধ্যেই এটি এসেছে। গাজী রাকায়েত জানান, আমাজন প্রাইম ভিডিও দ্য গ্রেভকে সিলেক্ট করেছে। ২/৩ দিনের মধ্যে সিনেমাটি তারা আপলোড করবে। এছাড়াও আমেরিকার পিক্সেল টিভি ও টাইফুনে ইতোমধ্যে মুক্তি পেয়েছে এটি। দ্য গ্রেভ-এর বাংলা নামকরণ করা হয়েছে গোর। পরিচালনা এবং অভিনয়ের পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য-কাহিনি লিখেছেন গাজী রাকায়েত। ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে গাজী রাকায়েত ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা, শামীমা তুষ্টি ও অর্থা প্রমুখ। গত ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পায় দেশের একটি মাল্টিপ্লেক্সে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ