মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জুলাইয়ে মার্কিন নাগরিকদের ব্যয়ের পরিমাণ অনেকটাই কমেছে। নতুন করে কোভিড-১৯-এর সংক্রমণ বাড়ার ফলে এমনটা হয়েছে। সংক্রমণ বাড়ার ঘটনায় ব্যয়ের জন্য বিভিন্ন বিক্রয়কেন্দ্রে যেতে না পারায় খরচের পরিমাণ কমেছে। খবর এপি। জুনের তুলনায় যুক্তরাষ্ট্রে মৌসুমি খুচরা বিক্রির পরিমাণ কমেছে ১ দশমিক ১ শতাংশ। স¤প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় এটি বেশ বড় ধরনের হ্রাসের ঘটনা। বিশ্লেষকরা ধারণা করেছিলেন, এ সময়ে খুচরা বিক্রির পরিমাণ দশমিক ৩ শতাংশ কমতে পারে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে প্রাথমিক একটি স্পষ্ট চিত্র দেখা যায়, কোভিড-১৯-এর ডেল্টা ধরনের সংক্রমণ কীভাবে মার্কিন নাগরিকদের দৈনন্দিন খরচের অভ্যাসে প্রভাব রেখেছে। জুলাইয়ের শেষ দিকে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরামর্শ দিয়েছে যে কোভিড টিকার সম্প‚র্ণ ডোজ গ্রহণকারীরাও যেন অভ্যন্তরীণ জনসমাগমস্থলে মাস্ক পরিধান করেন। প্রতিবেদন অনুসারে, এ সময়ে পোশাক, আসবাব ও ক্রীড়া সরঞ্জাম বিক্রির প্রতিষ্ঠানগুলোর বিক্রিও অনেকটা কমেছে। তবে রেস্তোরাঁ ও বারের খরচের পরিমাণ বেড়েছে ২ শতাংশের কাছাকাছি। সা¤প্রতিক মাসগুলোর তুলনায় এ ব্যয়েও শ্লথগতি দেখা দিয়েছে। কোভিড-১৯-এর ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আগে লোকজন রেস্টুরেন্ট ও বারগুলোতে মাস্ক পরিধান ব্যতীতই আড্ডা দিতে নিরাপদ বোধ করত। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।