Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একচল্লিশে ত্রিশোর্ধ্বের ভূমিকা করতে পারাকে সৌভাগ্য মনে করেন মৃদুলা ওবেরয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

প্রতিভা বয়সের সীমায় আবদ্ধ থাকে না, তারই প্রমাণ মৃদুলা ওবেরয়। তিনি সম্প্রতি ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালের স্টে যোগ দিয়েছেন। মৃদুলার শোবিজে যাত্রা শুরু একটু দেরিতে বিজ্ঞাপনচিত্র দিয়ে। এখন তার বয়স ৪১, এই বয়সে তিনি তার চেয়ে কমবয়সী ভূমিকায় অভিনয় করার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, “আমি জানি ছোট পর্দায় কমবয়সী শিল্পীদের প্রাধান্য দেয়া হয়। তবে এও জানি এটি প্রচলিত ধারণা। এই জগতে পা রাখার কোনও বয়স নেই, বিশেষ করে টেলিভিশনে। সব বয়সের গ্রুপের জন্য এখানে কাজ করার সুযোগ আছে। তাই আমি মনে করি সঠিক বয়সেই যোগ দিয়েছি। শুরু করাটা চ্যালেঞ্জিং ছিল তা সত্য। নতুন হিসেবে কাস্টিং পরিচালককে উপলব্ধি করান কঠিন। তবে অডিশন দেয়া বজায় রেখেছি। সৌভাগ্যক্রমে কাজ পেয়েছি।” মৃদুলা এর আগে ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ সিরিয়ালে অতিথি ভূমিকায় অভিনয় করেছেন। ‘কুমকুম ভাগ্য’ তার প্রথম পূর্ণাঙ্গ চরিত্র । তিনি তেজির ভূমিকায় অভিনয় করবেন। তেজি একটি নাটুকে চরিত্র। ‘কুমকুম ভাগ্য’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন স্মৃতি ঝা এবং শাব্বির আহলুওয়ালিয়া। ধারাবাহিকটি সাতবছর ধরে প্রচারিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ