Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ধানের কুড়ায় রং মিশিয়ে হলুদ মরিচের গুঁড়ো

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৬:২২ পিএম

ধানের কুড়ার সাথে কাপড়ের রং এবং কয়লা মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ মরিচের গুঁড়ো। নগরীর খাতুনগঞ্জের জনি মসলা মিলে গতকাল বুধবার এমন কান্ড ধরা পড়ে। খাদ্যে ভেজাল মিশ্রণের দায়ে তাৎক্ষণিক মিল মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় খাওয়ার অযোগ্য ৪০ কেজি ভেজাল মসলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কোতোয়ালী মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে মেয়াদবিহীন কাটা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় আট হাজার টাকা, নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি ও সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানাসহ দইগুলো ধ্বংস করা হয়। মহিম দাশ সড়কের আল ফারুক স্টোরকে উৎপাদন-মেয়াদ উল্লেখবিহীন মোড়কজাত দুধ, বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য সংরক্ষণ করায় সাত হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।



 

Show all comments
  • Abdur Rahim ২১ আগস্ট, ২০২১, ২:০১ পিএম says : 0
    কঠোর শাস্তি চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ