Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে নতুন ৩২২ জন করোনা আক্রান্তের সাথে মৃত্যু হল ৪ জনের

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১:৫৫ পিএম

দক্ষিণাঞ্চলে ৮৮ জনের নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথে করোনা শনাক্তের সংখ্যা ৬৭ জন বৃদ্ধির পাশাপাশি সুস্থতার সংখ্যা হ্রাস পেলেও বরিশালের বাকেরগঞ্জে ৩ জন ও বরগুনার কুমারখালীতে ১ জন সহ আরো ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১ হাজার ৪৩৭ জনের নমুনা পরিক্ষায় ৩২২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগের দিন ১,৩৪৯ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ২৫৫। এনিয়ে চলতি মাসের ১৮ দিনে দক্ষিণাঞ্চলে ৮ হাজার ১২৬ জনের দেহে করোনা শনাক্তের মধ্যে মৃত্যু হল ১৩৬ জনের। যারমধ্যে বরিশাল মহানগরীতেই আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার, মৃত্যু হয়েছে ১৪ জনের।

স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৯৯১ জন সুস্থ্য হয়ে ওঠায় সর্বমোট সংখ্যাটা দাড়িয়েছে ২৭ হাজার ২৩৩-এ। সুস্থতার হার আগের দিনের চেয়ে ১.৮৮% বেড়ে বুধবার ছিল ৬৪.৯৭%)। তবে আগের দিন ১ হাজার ৯৬ জন সুস্থ হয়েছিলেন।

গত ২৪ ঘন্টায়ও দক্ষিণাঞ্চলে সর্বাধীক আক্রান্তের জেলা ছিল বরিশাল। এসময়ে মহানগরীতে ৮৫ জন সহ জেলাটিতে মোট আক্রান্ত ১৪৬ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে শুধু বাকেরগঞ্জ উপজেলাতেই। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত এ ৩ জনের বয়স ৫০,৬৯ ও ৭৫ বছর। মৃতের তালিকায় একজন নারী। এনিয়ে মহাগরীতে এ পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার সহ বরিশালে মোট আক্রান্ত ১৭ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ২০২ জনের। যারা মধ্যে মহানগরীতেই মৃতের সংখ্যা প্রায় ১শ।
এসময়ে ভোলাতে ৩৪৮ জনের নমুনা পরিক্ষায় ৭২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দ্বীপ জেলাটিতে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯০৯ জনে পৌছার সাথে মৃতের সংখ্যাও ৭৩ জনে উন্নীত হয়েছে।

পটুয়াখালীতেও ২৭৬ জনের নমুনা পরিক্ষায় ৪৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলটিতে ইতোমধ্যে ৫ হাজার ৭৬০ জন করোনা আক্রান্তের মধ্যে ১০২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় পিরোজপুরে ১৩৫ জনের নমুনা পরিক্ষায় ২২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ৩৪ জন করোনা আক্রান্তের মধ্যে ৭৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চবলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের এ জেলাটিতে আক্রান্তের হার ২৫.৭০%।
বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ১৫১ জনের নমুনা পরিক্ষায় ১৮ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হবার সাথে জেলাটির কুমারখালীর ৫৭ বছরের এক নারী জেলা সদর হাসপাতালে মারা গেছেন। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যু হারের এ জেলাটিতে ইতোমধ্যে ৮৬ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৩,৫৬৩। সর্বশেষ হিসেবে এ জেলায় মৃত্যুর গড়হার ২.৪১%।

ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় মাত্র ৭৪ জনের নমুনা পরিক্ষায় ২১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিনাঞ্চলের সর্র্বাধীক সংক্রমন হারের এ জেলায় এখনো শনাক্তের হার ২৬.৯৪% । জেলাটিতে এপর্যন্ত ৪ হাজার ৪৫০ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ