Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে মঙ্গলবার ১১০ জনের করোনা শনাক্ত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৮:২৮ এএম

মঙ্গলবার (১৭ আগষ্ট) কক্সবাজারে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮৮৭ জনের নমুনা টেস্ট করে ১১০ জনের টেস্ট রিপোর্ট 'পজেটিভ' পাওয়া গেছে। অন্য ৭৭৭ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের
(পিসিআর) ল্যাবে শনাক্ত হওয়া ১১০ জন করোনা রোগীর মধ্যে ১৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। নতুন শনাক্ত হওয়া ৯৬ জনের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী ৬ জন। অবশিষ্ট ৯০ জন সকলেই কক্সবাজারের বিভিন্ন উপজেলার রোগী।

১৭ আগস্ট পর্যন্ত শনাক্ত হওয়া রোগী সহ কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-২০ হাজার ৬৪৭ জন।

এদিকে, গত ১৬ আগষ্ট পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছে ২৪০ জন। তারমধ্যে, ২৯ জন রোহিঙ্গা শরনার্থী। একইসময়ে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৯৫ জন করোনা রোগী। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৬'৬৮% ভাগ।

গত ১৬ আগস্ট নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ছিল শতকরা ১৫′২৯ ভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ