Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সাফেই এলিটার বাংলাদেশ অভিষেক!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম


চলতি বছরের মার্চে নাগরিকত্ব পেয়ে জুনে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান সাবেক নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে। বাংলাদেশের নাগরিকত্ব নিয়েই ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন তিনি। সদ্য বাংলাদেশি এলিটা কিংসলেকে এএফসি কাপে খেলার চেষ্টা তার ক্লাব বসুন্ধরা কিংসের থাকলেও তিনি মালদ্বীপে খেলতে পারছেন না। নির্ধারিত সময়ের মধ্যে নাম নিবন্ধন করাতে না পারায় এএফসি কাপ খেলা হচ্ছে না কিংসলের। তবে তার দীর্ঘদিনের স্বপ্ন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতানো। কিংসলের এই স্বপ্ন পূরণ হতে পারে যোগ্যতা প্রামাণের মধ্যদিয়ে। বিপিএলে এবার তিনি কেমন খেলছেন এবং তার খেলা জাতীয় দলের ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে’র নজর কেড়েছে কিনা, তার উপরই নির্ভর করছে এলিটা কিংসলের বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া। কাল জেমি ডে বরাবরই বলছেন- নিজেকে প্রমাণ করে জাতীয় দলে জায়গা নিতে হবে এলিটাকে।
ফলে জেমি ডাকলে যাতে কোনো আইনি জটিলতা না থাকে সেই কাজগুলো আগেভাগেই সেরে রাখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল এমনটাই জানালেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেন,‘এএফসি কাপের গ্রæপ পর্বে খেলার সুযোগ নেই এলিটার। বসুন্ধরা কিংস পরের রাউন্ডে উঠলে এবং তখন নিবন্ধন হলে হয়তো সে খেলতে পারবে। তবে আমরা চেষ্টা করবো ফিফা থেকে প্রয়োজনীয় অনুমতি আনতে। যাতে কিংসলেকে সাফ চ্যাম্পিয়নশিপ খেলানো যায় সে ব্যাপারে ফিফার অনুমতি আদায়ের চেষ্টা থাকবে আমাদের।’
ফিফার অনুমতি বাফুফে নিলেও এলিটার জাতীয় দলে খেলা না খেলা নির্ভর করবে কোচ জেমি ডে’র সিদ্ধান্তের উপর। এ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘কাগজ-পত্র জমা দেয়ার পরও বেশ কিছু কাজ থাকে। ফিফা এবং এফসির সঙ্গে যোগাযোগ রাখতে হয়। ফিফার সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি এক থেকে দেড় মাস সময়ের বিষয় আছে। আমরা চেষ্টা করবো যত দ্রæত সম্ভব ফিফা থেকে প্রয়োজনীয় অনুমতি এনে রাখতে। যাতে নিশ্চিত হতে পারি জেমির ডাক পেলে কিংসলে সাফে খেলতে পারেন। তবে একটা বিষয় পরিস্কার যে, চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে জেমি ডে’র কাছ থেকেই।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ